বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চলতি বছরেই ২ কোটি ডোজ ভ্যাকসিন আনছে মডার্না

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৬:৩৫

পরীক্ষামূলক ভ্যাকসিনের দুই কোটি ডোজ চলতি বছরেই উৎপাদন করবে মার্কিন ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্না। এছাড়া ২০২১ সালের মধ্যে আরো ৫০ থেকে ১০০ কোটি ডোজ ভ্যাকসিন তৈরির কাজ করছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। 

  গত বুধবার মডার্নার দেওয়া তথ্য অনুযায়ী, চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালে তারা ২৫ হাজার ২৯৬ জনকে ভ্যাকসিন দিয়েছে। কোম্পানিটির লক্ষ্য তারা ৩০ হাজার মানুষের ওপর ভ্যাকসিনের পরীক্ষা চালাবে। 

যুক্তরাষ্ট্রের বাইরে সুইজারল্যান্ডের লোনজা গ্রুপ ও স্পেনের ল্যাবরেটরিজ ফার্মাকের সঙ্গে ভ্যাকসিন তৈরিতে কাজ করছে মডার্না।  

এদিকে যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের পক্ষ থেকে বলা হয়েছে, এই বছরের শেষে দুটি কোম্পানির সাড়ে তিন থেকে সাড়ে চার কোটি ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হবে।

মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা এর আগে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছিল যে ৭০ শতাংশ কার্যকর প্রমাণিত হলেও ভ্যাকসিনটির জরুরি অনুমোদনের জন্য তারা আবেদন করবে। 

ইত্তেফাক/এআর