বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিশ্ব রোগী নিরাপত্তা দিবস বাংলাদেশের শান্তিরক্ষীদের উৎসর্গ করলো জাতিসংঘ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ১১:২০


গত ১৭ সেপ্টেম্বর ছিলো বিশ্ব রোগী নিরাপত্তা দিবস। এবারের এই দিবসটি বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের প্রতি উৎসর্গ করেছে জাতিসংঘ। 

১৮ সেপ্টেম্বর জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের প্রধান জিন পিয়েরে ল্যাকরক্স একটি টুইট বার্তায় বলেন, আমি বিশ্ব রোগী নিরাপত্তা দিবসটি বাংলাদেশী শান্তিরক্ষীদের প্রতি উৎসর্গ করছি যারা মালির প্রত্যন্ত অঞ্চলে বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য সাহায্য করছে। কৃতজ্ঞতা তাদের এই সহায়তার জন্য। 

 

I dedicate this #WorldPatientSafetyDay to Bangladeshi???????? peacekeepers of @UN_MINUSMA who help protect civilians&provide medical care in remote areas of Mali. Currently the largest troop&police contributor, Bangladesh is a key partner of @UNPeacekeeping. Grateful for their support. pic.twitter.com/ZqUWr2Wnp5

— Jean-Pierre Lacroix (@Lacroix_UN) September 17, 2020

 

 সারা বিশ্বের প্রতি বছর ১৭ সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব রোগী নিরাপত্তা দিবস। এই দিবস পালনের মূল উদ্দেশ্য হলো জনসচেতনতা বৃদ্ধি ও বিশ্বব্যাপী রোগী সুরক্ষা সম্পর্কে সংহতি প্রকাশ ও বাস্তবায়ন।

ইত্তেফাক/এআর