শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

উত্তর কোরিয়া সফরে আগ্রহী চীনের প্রেসিডেন্ট

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ১০:১০

উত্তর কোরিয়া সফরে যেতে নিজের আগ্রহের কথা ঘোষণা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ এই তথ্য দিয়েছে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বেইজিং সফরের প্রতি ইঙ্গিত করে বার্তা সংস্থাটি বলছে, এই সফরে কিম জং-উন দুই দেশের মধ্যে সম্পর্ক স্থাপনে চীনা প্রেসিডেন্টকে উত্তর কোরিয়া সফরে আমন্ত্রণ জানান। আমন্ত্রণ গ্রহণ করেছেন শি জিন পিং।

আরো পড়ুন: ভিনগ্রহীরা সঙ্কেত পাঠাচ্ছে পৃথিবীতে!

গত বছরও উত্তর কোরিয়ার গণমাধ্যমে চীনা প্রেসিডেন্টের পিয়ংইয়ং সফর নিয়ে খবর প্রকাশিত হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত তা আর হয়নি। তবে এবার যদি শি জিনপিং এই সফরে যান তা হবে প্রথম কোনো চীনা প্রেসিডেন্টের পিয়ংইয়ং সফর।

গত সোমবার থেকে বুধবার পর্যন্ত তিনদিন বেইজিং সফর করেন কিম জং-উন। কোরীয় উপদ্বীপের পরিবর্তিত পরিস্থিতিতে গত ১০ মাসে এই নিয়ে চতুর্থবার চীন সফর করলেন উত্তর কোরিয়ার এই নেতা।

ইত্তেফাক/জেডএইচ