শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বনের বাঘকে চোখ রাঙালেন নারী

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ১৮:০৩

চিড়িয়াখানার খাঁচার বাইরে থেকে অনেকেই আমরা হয়তো বাঘের চোখে চোখ রেখেছি। কিন্তু ব্যাপারটা যদি এমন হয়, খোলা জঙ্গলে বাঘের চোখে চোখ রাখতে হবে! ভাবতেই হয়তো গা শিউরে ওঠে।এটা দুঃস্বপ্নের মতো একটি অসম্ভব ব্যাপার! 

হ্যাঁ, সম্প্রতি এ রকমই একটি ঘটনা ঘটিয়ে নজির সৃষ্টি করলেন ভারতের মধ্যপ্রদেশের একজন নারী বনরক্ষী।

তিনি মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদ এলাকার সাতপুরা অভয়ারণ্যের বনরক্ষী হিসেবে কর্মরত। সম্প্রতি দুইজন সহকর্মীর সঙ্গে জঙ্গলের মধ্যে বাঘের সামনে পড়ে যান তিনি। কিন্তু প্রাথমিক ভাবে ঘাবড়ে গেলেও তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে ভুল করেননি। সামনাসামনি হয়ে যাওয়া বাঘের হাত থেকে বাঁচতে সেই বনরক্ষী তখনই বাকি দুই সঙ্গিকে নির্দেশ দেন কোনো রকম নড়াচড়া না করে সোজা বাঘের চোখের দিকে তাকিয়ে থাকতে। নিজেও তাদের সামনে দাঁড়িয়ে ওই বাঘটির চোখের দিকে তাকিয়ে থাকেন। এভাবে সময় যেতে থাকলে একবারও বাঘের চোখ থেকে চোখ সরাননি তিনি।

আরো পড়ুন: ৪০তম বিসিএসের আবেদনে রেকর্ড, পরীক্ষা এপ্রিলে

প্রায় দেড় ঘণ্টা এইভাবে বাঘের চোখে চোখ রেখে দাঁড়িয়ে থাকার পর, রণে ভঙ্গ দেয় বাঘটি। পিছনে ফিরে বাঘটি চলে যায় জঙ্গলের মধ্যে। নারী বনরক্ষীর এই সাহসিকতাকে ধন্য ধন্য করছে বিশ্ববাসী।

ইত্তেফাক/অনি