শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অস্ট্রেলিয়ার উপকূলে কমপক্ষে ৯০ তিমির মৃত্যু

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৩

অস্ট্রেলিয়ার তাসমানিয়া উপকূলে আটকা পড়ে ২৭০টি তিমির মধ্যে কমপক্ষে ৯০টি তিমি মারা গেছে।  সোমবার উপকূলে আটকা পড়া তিমির ওই বিশাল দলটিকে উপকূলে আবিষ্কার করেন স্থানীয়রা।  আটকা পড়া বাকি তিমির মধ্যে আরো  তিমি মারা যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে উদ্ধারকর্মীরা। 

 বিশালসংখ্যক এই তিমির দলটিকে উদ্ধারের আপ্রান চেষ্টা করে যাচ্ছেন সমুদ্র বিশেষজ্ঞ ও পরিবেশ কর্মীরা। কিভাবে ওই তিমিগুলো উপকূলে এসে আটকা পড়ল সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। তিমিদের উপকূলে আসার ঘটনা প্রায়ই ঘটে।

২০০৯ সালে তাসমানিয়া উপকূলে আটকা পড়ে প্রায় ২০০-এর মতো তিমির মৃত্যু হয়েছিলো।

ইত্তেফাক/ এআর