শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

টিকটক ভিডিও বানাতে গিয়ে পুকুরে ডুবে ৩ তরুণের মৃত্যু 

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ১১:০৩

 টিকটক ভিডিও বানাতে গিয়ে পাকিস্তানের করাচিতে পুকুরে ডিবে তিন যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত রবিবার করাচির রইস গোথ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন  শাহজাদ(২৩),  সাজ্জাদ(২৫) এবং  জাবির(১৮)।     

স্থানীয় গণমাধ্যম জানায়, ওই তিন যুবক করাচির কেমারি শহরের বাসিন্দা ছিলেন। ঘটনার দিন তারা পিকনিকের জন্য পার্শ্ববর্তী রইস গোথ এলাকায় যান। সেখানেই একটি গভীর পুকুরে টিকটকের ভিডিও বানানোর সময় ওই তিন যুবকের একজন পড়ে যান। পরে তাকে বাঁচাতে গেলে ওই পুকুরে আরো দুই তরুণও পড়ে যান। 

পরে উদ্ধাকর্মীরা এসে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য ভিডিও তৈরি করতে গিয়ে দুর্ঘটনা পাকিস্তানে এটি প্রথম না। এর আগে গত ১৭ সেপ্টেম্বর পাকিস্তানের অ্যাবোটাবাদে টিকটক ভিডিও বানানোর সময় এক তরুণ ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। এই ঘটনায় ওই তরুণকে পরে গ্রেফতার করেছে পাকিস্তান পুলিশ। এর আগে গত ৩০ জুলাই পাকিস্তানের লাহোর শহরে টিকটক ভিডিও বানাতে গিয়ে একটি ভবনের চারতলা থেকে পড়ে যায় এক যুবক। 

ইত্তেফাক/এআর