শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

'হ্যাপি বার্থডে' গাইলে দ্রুত হারে ছড়াতে পারে করোনা: গবেষণা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৬

মুখ থেকে বের হওয়া জলকণা থেকে করোনার সংক্রমণ হতে পারে বলে আগেই জানিয়েছেন গবেষকরা। এবার সামনে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। সুইডেনের  গবেষকরা দেখেছেন, ‘হ্যাপি বার্থ ডে’ গান গাইলে করোনা সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকে। গান গাওয়ার সময় কত অ্যারোসোল ছড়াতে পারে, তা খুঁজে বের করতেই এই গবেষণা চালানো হয়েছিল।

সুইডেনের লন্ড ইউনিভার্সিটির গবেষকরা এই গবেষণা চালান। ১২ জন সুস্থ গায়ককে নিয়ে গবেষণাটি চালানো হয়। গবেষণায় দেখা গেছে,  একটি ফানেলে মুখ রেখে গান গাইতে বলা হয়। দেখা যাচ্ছে, জোরে গান গাইলে আশেপাশের বাতাসে অনেক ড্রপলেট ছড়িয়ে দিতে পারে।

তবে গবেষকরা জানিয়েছেন যে যারা গাইছেন তাদের মুখে যদি মাস্ক থাকে, সোশ্যাল ডিসট্যান্স যদি মানা হয় ও ভেন্টিলেশন ব্যবস্থা যদি ঠিক থাকে, তাহলে তেমন কোনও সমস্যা হবে না। নিউ ইয়র্ক পোস্ট। 

ইত্তেফাক/এআর