শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দ. কোরিয়ার কর্মকর্তাকে হত্যা করে পুড়ালো উ. কোরিয়া

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৪

দক্ষিণ কোরিয়ার একজন কর্মকর্তাকে গুলি করে হত্যার পর তার মরদেহ পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে উত্তর কোরিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ঘটনাকে 'নিষ্ঠুর কর্মকাণ্ড' আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানানো হয়। 

দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, সীমান্তের কাছে একটি টহল নৌকা থেকে ওই কর্মকর্তা নিখোঁজ হয়ে যান। পরে উত্তর কোরিয়ার জলসীমায় ওই কর্মকর্তার মরদেহ পাওয়া যায়।  

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, গুলি করার পর ওই কর্মকর্তার গায়ে তেল ঢেলে দেওয়া হয় এবং আগুন ধরিয়ে দেওয়া হয়। এদিকে উত্তর কোরিয়ার পক্ষ থেকে এ নিয়ে এখনো কোনো কিছু বলা হয়নি।

করোনা ভাইরাস প্রতিরোধে সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে উত্তর কোরিয়া । ধারণা করা হচ্ছে, করোনা প্রতিরোধে সীমান্তে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছে উত্তর কোরিয়া প্রশাসন।  

ইত্তেফাক/এআর