শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

'প্যারিসের হামলা ইসলামপন্থি সন্ত্রাসীদের কাজ'

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১০:১০

ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাঙ্গাত্মক সাময়িকী শার্লি হেবদোর পুরনো অফিসের কাছে শুক্রবার ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন। এদিকে এই হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমেনিন। 

এই হামলার বিষয়ে  জেরাল্ড দারমেনিন বলেন,  শার্লি হেবদোর পুরনো অফিসের কাছে হামলা স্পষ্টতই এটি ইসলামপন্থি সন্ত্রাসীদের কাজ। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়,  ঘটনাস্থলের কাছ থেকে প্রধান সন্দেহভাজন হিসেবে ১৮ বছর বয়সী পাকিস্তানি বংশোদ্ভূত এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। তবে তার নাম প্রকাশ করা হয়নি। আরও ছয় জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে মহানবী হযরত মুহাম্মদকে (স.) নিয়ে ব্যাঙ্গচিত্র প্রকাশ করেছিল শার্লি  হেবদো । তার প্রতিশোধ নিতে  ২০১৫ সালে এর অফিসে হামলা চালিয়ে ১২ জনকে হত্যা করা হয় । এ ঘটনায় জড়িত ১৪ জনের বিচার চলছে। ওই হামলার পর থেকে গোপন জায়গা থেকে প্রকাশিত হয় ম্যাগাজিনটি । 

ইত্তেফাক/এআর