শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জাতিসংঘে কাশ্মীর ইস্যুতে সরব ইমরান, ওয়াক-আউট করল 'ক্ষুব্ধ' ভারত

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৭

 জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৫ তম অধিবেশনে  কাশ্মীর ইস্যু ও ভারত নিয়ে সমালোচনা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান৷ আর এর পরই সাধারণ সভা থেকে ওয়াক আউট করেছে ভারত৷ জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি পাক প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে নিচু মানের কূটনীতি বলে আখ্যায়িত করেন৷

একটি টুইট বার্তা  তিরুমূর্তি লেখেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিবৃতি এক ধরনের নতুন নিচু মানের কূটনীতি৷ এটি পাকিস্তানে সংখ্যালঘুদের ওপর অত্যাচার ও সীমান্ত সন্ত্রাস থেকে বিশ্বকে বিভ্রান্ত করতে বিরক্তিকর, বিদ্বেষপূর্ণ মিথ্যে, ব্যক্তিগত আক্রমণ ও উস্কানিমূলক বিবৃতি৷  

শুক্রবার  জাতিসংঘের  সাধারণ পরিষদেরর ভিডিও বিবৃতিতে কাশ্মীর সহ ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বক্তব্য রাখেন ইমরান৷ বক্তব্যে ইমরান খান বলেন, বিভিন্ন দেশে ইসলামোফোবিয়া (ইসলামভীতি) বাড়ছে৷ মুসলমানদের খুন করা হচ্ছে, মসজিদ ভাঙা হচ্ছে৷ ভারত রাষ্ট্রীয়ভাবে ইসলামভীতিকে পৃষ্ঠপোষক করছে। 

এ সময় ইমরান খান আরো অভিযোগ করেন যে , ভারত তাদের অভ্যন্তরীণ সমস্যা থেকে নজর ঘোরাতে পাকিস্তানের বিরুদ্ধে সেনাকে ব্যবহার করছে৷

 এদিকে ইমরানের ভাষণ নিয়ে ভারতে কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের  মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, পাকিস্তানের এই ধরনের কাজ নির্লজ্জের মতো।  আয়োজকের সঙ্গে আলোচনার পরেই ভারতের প্রতিনিধিরা প্রতিবাদ জানিয়ে মিটিং ছেড়ে বেরিয়ে যান৷  

ইত্তেফাক/এআর