শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চীনে হুয়াওয়ের গবেষণাকেন্দ্রে ভয়াবহ আগুন, নিহত ৩

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১২:৩২

চীনের মোবাইল ফোন ও টেলিকমিউনিকেশন যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে’র একটি গবেষণাকেন্দ্রে  ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন নিহত হয়েছেন  । শুক্রবার স্থানীয় সময় বিকেল সোয়া তিনটায় দেশটির দক্ষিণ গুয়াংডং প্রদেশের দংগুয়ানে অবস্থিত এই গবেষণাকেন্দ্রটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে স্থানীয় ফায়ারসার্ভিস ও গণমাধ্যম জানিয়েছে। 

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, গবেষণাগারটি থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছে। ফায়ারসার্ভিসের বেশ কয়েকটি ইউনিট আগুন নেভাতে অংশ নেয়।

হুয়াওয়ে’র অফিসিয়াল উইচ্যাট অ্যাকাউন্ট থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ৪ টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি। হুয়াওয়ের পক্ষ থেকে আরো বলা হয়েছে যে আগুন লাগা ভবনটি অব্যবহৃত ছিল এবং সেটি ইস্পাত কাঠামো দিয়ে তৈরি ছিল।

ইত্তেফাক/এআর