বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আর্থিক সঙ্কটের সুযোগ নিয়ে লোকদের দলে ভেড়াচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৬:৩০

করোনা মহামারির পরিস্থিতির সুযোগ নিয়ে লোকদের দুর্বৃত্তমূলক কাজে লাগাতে চেষ্টা চালাচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী। লকডাউনের কারণে যে আর্থিক ও মানসিক সঙ্কট তৈরি হয়েছে এই সুযোগকেই তারা বেছে নিয়েছে। 

হিউম্যান রাইটসের ৪৫তম অধিবেশনে এই কথা বলে ভারত। জেনেভাতে কাউন্সিলে বিবৃতি দেন জাতিসংঘে স্থায়ী মিশনে ভারতের প্রথম সচিব পবন বাধে।  

তিনি বলেন, ‘সন্ত্রাসবাদী গোষ্ঠীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বাস্থ্যকর্মীদের টার্গেট করছে। এছাড়া সন্ত্রাসী কাজের জন্য তারা তহবিলও সংগ্রহ করছে। ’

পবন বাধে আরো বলেন, ‘এসব সন্ত্রাসবাদী গোষ্ঠী অনলাইনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘৃণাত্মক বক্তব্য, ভুয়া সংবাদ ও ভিডিও ছড়িয়ে দিচ্ছে। এর মাধ্যমে তারা দুর্বল ব্যক্তিদের প্রলোভিত করছে। তাদের সঙ্গে যোগাযোগ করে সন্ত্রাসী দলে ভেড়াচ্ছে।’

তিনি যোগ করেন, ‘আমরা এমন একটি সমাজ গঠনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছি, যেখানে ব্যক্তি ও সম্প্রদায় এসব সন্ত্রাসবাদী মতাদর্শকে মোকাবেলা করতে সক্ষম হবে।’

ভারত জোর দিয়ে বলেছে, সন্ত্রাসবাদী মতাদর্শের কারণে অনেকে নিজের দেশ ত্যাগ করছে। এরপর তারা জড়িয়ে পড়ছে সন্ত্রাসী কর্মকাণ্ডে। আর এই দেশ ত্যাগ ও উগ্রপন্থী রোধ করতে হলে সর্বাধিক ঝুঁকিপূর্ণ গোষ্ঠী, বিশেষ করে শিশু ও তরুণদের অধিকার সংরক্ষণ সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে।

ইত্তেফাক/জেডএইচ