বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

৭০ বছরে পাকিস্তান সন্ত্রাসবাদ ছাড়া কিছুই অর্জন করেনি: ভারত

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ২১:০৪

জাতিসংঘের সাধারণ সভায় ভিডিও বিবৃতিতে কাশ্মীর প্রসঙ্গ তুলে ভারতের তীব্র নিন্দা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাক প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করেন জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি মিজিতো ভিনিতো।

তিনি বলেন, স্বাধীনতার ৭০ বছরে বিশ্বের কাছে তুলে ধরার মতো সন্ত্রাসবাদ ছাড়া পাকিস্তানের কাছে আর কিছুই নেই। আর সেই সঙ্গে রয়েছে জাতিগত নির্মূলীকরণ, প্রধানতন্ত্রবাদী মৌলবাদ এবং গোপনীয় পারমাণবিক বাণিজ্য।

শুক্রবার ইমরান খানের বক্তব্যের পর প্রতিবাদ জানিয়ে ভার্চুয়াল সভা থেকে ওয়াক আউট করে ভারত। জবাবে মিজিতো ভিনিতো বলেন, জাতিসংঘের সাধারণ সভায় পাক সরকারের এমন ভুলভাল বক্তব্য শুনতে হল যাদের আসলে সাফল্য বা অর্জন বলতে কিছুই নেই। তারা আসলে মিথ্যা, বিভ্রান্তিকর, ভুয়া তথ্য, যুদ্ধ-মনোভাবের মতো বিষয় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।

আরও পড়ুন: যুক্তরাজ্যের ৩২ বিশ্ববিদ্যালয়ে করোনার হানা

পাকিস্তানকে বৃহত্তর সন্ত্রাসবাদীদের আশ্রয়স্থল হিসেবে চিহ্নিত করেছে জাতিসংঘ বলেও মন্তব্য করেন ভিনিতো। এদিকে, জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি পাক প্রধানমন্ত্রীর বক্তব্যকে নিচু মানের কূটনীতি বলে আখ্যায়িত করেছেন। ইন্ডিয়া টাইমস।‌

ইত্তেফাক/আরআই