শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

'ভারত এমন একটি দেশ যেখানে ২৬ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয়'

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৪:০৬

 আত্মনির্ভরশীল হওয়ার লক্ষ্যে কীভাবে এগিয়ে চলেছে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত, তা জাতিসংঘের  মঞ্চে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  সেইসঙ্গে জানালেন, ভারত সেইসব দেশগুলোর মধ্যে একটি যেখানে বেতনসহ নারীদেরকে ২৬ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয় ।  জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৫ তম অধিবেশনে দেওয়া ভাষণে নরেন্দ্র মোদি এমনটি বলেন। 

মোদি বলেন, মহামারী-পরবর্তী যুগের পরিবর্তিত পরিস্থিতিতে  আমরা একটি "স্বনির্ভর ভারত" এর স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছি। তিনি বলেন, "দেশে যত প্রকল্প আছে এবং নতুন যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে সেগুলির সুবিধে যাতে প্রতিটি নাগরিক নিতে পারে কোনওটিতে যেন বৈষম্য না করা হয় এখন ভারতে সেটাই নিশ্চিত করা হচ্ছে।" 

মোদি আরো বলেন, গত ৪-৫ বছরে ভারতের ৬০ কোটী মানুষ খোলা স্থানে মলত্যাগ থেকে মুক্তি দেওয়া হয়েছে। এটা এতো সহজ ছিল না। কিন্তুই ভারত তা অর্জন করতে পেরেছে। 
  
 ভাষণে নরেন্দ্র মোদি পুরো বিশ্বে করোনা ভ্যাকসিন সরবরাহেরও প্রতিশ্রুতি দেন।

ইত্তেফাক/ এআর