শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

লাদাখের হাড় হিম করা ঠান্ডায় চীনের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি ভারতীয় সেনার

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪৭

পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় তীব্র ঠান্ডার মধ্যেও চীনা বাহিনীর সঙ্গে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। প্রায় ১৪ হাজার ৫০০ ফুট উচ্চতায় বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্রে ট্যাংকসহ সমস্ত পদাতিক যুদ্ধযান নিয়ে প্রস্তুত সেনাবাহিনী। মাইনাস ৪০ ডিগ্রি তাপমাত্রায়ও যুদ্ধ করতে সমান পারদর্শী এমন যুদ্ধযান মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে শুরু হয়েছে মহড়া। খবর আনন্দবাজার পত্রিকার

শীতের মৌসুমে মাইনাস ২০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় পূর্ব লাদাখের তাপমাত্রা। প্রতি বছরই শীত আসার আগে তার জন্য প্রস্তুতি চলে সেনাবাহিনীতে। কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। চুমার ডেমচক এলাকায় টি-৯০ ও টি-৭২ ট্যাংক মোতায়েনের মহড়া চালাচ্ছে সেনাবাহিনী।

এছাড়া রয়েছে বিএমপি-২ ইনফ্যান্ট্রি কমব্যাট ভেহিক্যালস। মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রায়ও সমান দক্ষতায় যুদ্ধ করতে সক্ষম এসব যুদ্ধযান। যে কোনো রকম চরমভাবাপন্ন, অর্থাত্ তীব্র গরম বা ঠান্ডা, পাহাড়ি অথবা সমতল কিংবা জলে সমান পারদর্শী বাহিনীও থাকছে চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) মোকাবিলায়।