শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

তৃণমূল নেতাকে খুনের ছক, ভারতে ৪ বাংলাদেশি ভাড়াটে সন্ত্রাসী আটক

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৮

ভারতে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকসহ চার বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। প্রভাবশালী এক তৃণমূল নেতাকে হত্যার জন্য তাদের ভাড়া করা হয়েছিল। 

সোমবার ভারতের সংবাদমাধ্যমগুলো পুলিশের বরাত দিয়ে এই খবর প্রকাশ করে। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, পুলিশ জানিয়েছে, রবিবার দক্ষিণবঙ্গের শান্তিনিকেতন অঞ্চল থেকে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকসহ ছয়জনকে আটক করা হয়। এদের মধ্যে চারজন বাংলাদেশি রয়েছে।  

পুলিশ জানিয়েছে, এই চার বাংলাদেশি চুক্তিবদ্ধ খুনি। যাদের বীরভূম জেলায় একজন রাজনীতিবিদকে হত্যার জন্য ভাড়া করা হয়েছিল। 

বীরভূম জেলার ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেছেন, ‘আমরা কয়েকটি ধারালো অস্ত্র জব্দ করেছি। এছাড়া পাঁচটি দেশের তৈরি আগ্নেয়াস্ত্র এবং কিছু বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে। বিস্ফোরকগুলো ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। আটক ছয়জনকে আদালতে হাজির করা হবে।’ 

প্রতিবেদনে বলা হয়, যে বাড়িতে অভিযুক্তরা একত্রিত হয়েছিল, সেটা বিশ্বভারতী থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত।

বীরভূম জেলার পুলিশ সুপার শ্যাম সিং বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, আটকদের মধ্যে চারজন বাংলাদেশি। আর দুজন বীরভূম জেলার বাসিন্দা।

কলকাতা২৪-এর খবরে বলা হয়, ৪ বাংলাদেশি দুষ্কৃতীকে গ্রেফতার করেছে বীরভূম জেলা পুলিশ। তাদের কাছে মিলেছে অস্ত্র-বিস্ফোরক। জেলার কোনও এক বড় নেতাকে তাদের খুনের ছক ছিল। 

ইতোমধ্যে আটকদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। আলাদা আলাদাভাবে চার বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

ইত্তেফাক/জেডএইচ