শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মেক্সিকোতে মদের বার থেকে ১১ মৃত দেহ উদ্ধার

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ১৮:০৪

মেক্সিকোর একটি মদের বার থেকে ১১ জনের মৃত দেহ উদ্ধার করেছে দেশটির আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা। পুলিশ বলছে, দেশটির মধ্যাঞ্চলীয় রাজ্য গুয়ানাজুয়াতোতে দুই দলের মধ্যে সহিংসতায় এ ঘটনা ঘটে। 

গুয়ানাজুয়াতোর অ্যাটর্নি জেনারেলের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, রবিবার ভোরে ফেরাল দেল প্রোগেসো শহরের ওই বার থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে সাতজন পুরুষ ও চারজন নারী। ঘটনাস্থল থেকে গুলিতে আহত অপর একজন নারীকেও পাওয়া গেছে।

আরও পড়ুন: প্রাচীন ভারত মানেই সনাতন হিন্দুত্ব নয়: অমর্ত্য সেন

জানা যায়, মেক্সিকোর গাড়ি নির্মাণ শিল্পের কেন্দ্রস্থল গুয়ানাজুয়াতো অপরাধীদের সহিংসতার ক্ষেত্রে পরিণত হয়েছে। এখানে দুই অপরাধী গোষ্ঠী স্থানীয় সান্তা রোসা দে লিমা ও শক্তিশালী জালিসকো নিউ জেনারেশন কার্টেলের মধ্যে প্রায়ই প্রাণঘাতী ঘটনা ঘটছে। এর আগে, জুলাইয়ে প্রদেশটির একটি মাদক নিরাময় কেন্দ্রে বন্দুকধারীদের গুলিতে ২৪ জন নিহত হন। রয়টার্স।

ইত্তেফাক/আরআই