শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

যুক্তরাষ্ট্রে টিকটকের পক্ষে রায় দিল আদালত

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩১

সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের পক্ষে রায় দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আদালত। অ্যাপটি ডাউনলোডের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞা আটকে দিয়েছে দেশটির আদালত। 

ওয়াশিংটনের একজন বিচারক প্রশাসনের ওই বিতর্কিত নির্দেশকে অস্থায়ীভাবে আটকে দেন। ডিস্ট্রিক্ট জজ কার্ল নিকোলস বলেন, তিনি টিকটকের অনুরোধের প্রেক্ষিতে একটি অস্থায়ী ইনজাংশন দিচ্ছেন।

জানা যায়, রবিবার মধ্যরাত থেকে ওই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা ছিল। এর আগেই ট্রাম্প প্রশাসনের ওই আদেশে সাময়িকভাবে স্থগিত করেছে মার্কিন বিচারক।

অভিযোগ উঠেছিল, এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি সম্পর্কে তথ্য চলে যাবে চীন সরকারের কাছে। এই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে আদালতে আবেদন করেছিল টিকটক।

আরও পড়ুন: মেক্সিকোতে মদের বার থেকে ১১ মৃত দেহ উদ্ধার

এদিকে, আগামী ১২ই নভেম্বর থেকে টিকটকের বিরুদ্ধে বাণিজ্য মন্ত্রণালয়ের বিধিনিষেধ কার্যকর হওয়ার কথা। কিন্তু সেই নির্দেশ সম্পর্কে কোনো মন্তব্য করেননি বিচারক নিকোলস। দ্যা গার্ডিয়ান।

ইত্তেফাক/আরআই