শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পার্কের ২৫ লাখ ডলার জরিমানা

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ১০:১২

রাইড ছিঁড়ে পড়ে চার জন নিহতের ঘটনায় অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় থিম পার্ক ড্রিমওয়ার্ল্ডকে ২৫ লাখ ডলার জরিমানা করেছে আদালত।

২০১৬ সালের অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে অস্ট্রেলিয়ার বৃহত্তম এই পার্কে দুর্ঘটনায় চার জন নিহত হন। গণমাধ্যমের খবরে বলা হয়, দুর্ঘটনায় পার্কটির একটি রাইড ভেঙে দুই টুকরো হয়ে পড়ে। এ সময় রাইডটিতে থাকা দুই শিশু দূরে ছিটকে পড়ে। আর রাইডটির ভাঙা অংশের নিচে চাপা পড়ে চার জন নিহত হন। তবে আহত শিশু দুইটি পরে সুস্থ হয়ে ওঠে।

এ ঘটনায় কুইন্সল্যান্ড রাজ্য কর্তৃপক্ষ পার্কের মালিক আর্ডেন্ট লেইজারের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে। মামলায় পার্কে নিরাপদ যন্ত্রপাতি, পর্যাপ্ত নজরদারি ও প্রশিক্ষিত কর্মী রাখতে ব্যর্থতার অভিযোগ আনা হয় আর্ডেন্টের বিরুদ্ধে। আর সবকটি অভিযোগ প্রমাণিত হলে আদালত এ জরিমানার আদেশ দেয়। আর্ডেন্ট লেইজার অস্ট্রেলিয়ার একজন ব্যবসায়ী। তিনি হোয়াইটওয়াটার ওয়ার্ল্ড নামে একটি সিনেমা হল ও ৭৭ তলা একটি ভবনের মালিক।