বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

' ২০২১ সালেই ব্যাপক পরিসরে পাওয়া যাবে করোনার ভ্যাকসিন'

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৩

২০২১ সালের মধ্যেই বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ভ্যাকসিন ব্যাপক পরিসরে  পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লাইনের প্রধান নির্বাহী কর্মকর্তা এমা ওয়ালমসলে। মঙ্গলবার একটি অনলাইন অনুষ্ঠানে যোগ বিশ্বের সর্ববৃহৎ ভ্যাকসিন প্রস্তুতকারক কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা এমনটি জানান। 

অনুষ্ঠানে এমা ওয়ালমসলে বলেন, আমি একটি আশার কথা শোনাচ্ছি তা হলো আগামী বছরেই আমরা একটি সমাধান পেতে পারি।  আমরা আমাদের তহবিলকে ঝুঁকিতে ফেলছি, সরকার তহবিলকে ঝুঁকির মধ্যে ফেলেছে যাতে আমাদের কার্যক্রমে সীমাবদ্ধতা তৈরি না হয় । আর এটি যা ভ্যাকসিনগুলোর ট্রায়ালের জন্য গুরুত্বপূর্ণ। 

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোন ভাইরাসের সংক্রমণ শুরু হয়। এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত ১০ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া পুরো বিশ্বে এ পর্যন্ত তিন কোটি ৩৮ লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। 

ইত্তেফাক/ এআর