বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

'চীন অসভ্য আচরণ করেছে'

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৪:৩৮

সম্প্রতি তাইওয়ান সফরে যাওয়ায় চেক প্রজাতন্ত্রের সিনেট স্পিকার মিলোস ভায়স্ট্রিলকে চরম মূল্য দিতে হবে বলে সতর্ক করে দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। আর এই হুমকির পর ক্ষোভ প্রকাশ করেছেন চেক প্রজাতন্ত্রের প্রাগ জেলার রেপরিজে এলাকার মেয়র পাভেল নোভটনি।  

চেক প্রজাতন্ত্রকে সতর্কবার্তা দেওয়া পর   চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র উদ্দেশে একটি চিঠি পাঠান পাভেল নোভটনি।  ওই চিঠিতে চীনকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান নোভটনি। চীনের আচরণকে সীমা লঙ্ঘন এবং অসভ্যতা বলে চিঠিতে উল্লেখ করেন চেক প্রজাতন্ত্রের মেয়র।

চিঠিতে চেক প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তাকে হুমকি সুরে কথা বললে চীনকে ভারী মূল্য দিতে হবে বলেও সতর্ক করেন পাভেল নোভটনি। নোভটনি বলেন চেক প্রজাতন্ত্রে যদি চীন তাইওয়ান থেকে ১৪ গুণ বেশি বিনিয়োগ করে তবুও তাদেরকে ছাড় দেওয়া হবে না। 

ইত্তেফাক/এআর