শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কুয়েতের নতুন আমির শেখ নওয়াফ আল আহমদ

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৫:৫৭

৯১ বছর বয়সী কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহর মৃত্যুর পর দেশটির নতুন আমির হিসেবে মনোনীত হয়েছেন শেখ নওয়াফ আল-আহমেদ আল-সাবাহ। বুধবার কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ নওয়াফকে আনুষ্ঠানিক ভাবে আমির ঘোষণা করা হয়।  তিনি শেখ নওয়াফের সৎ ভাই।

জানা যায়, সদ্য প্রয়াত আমির শেখ সাবাহ অসুস্থ হয়ে পড়লে আমিরের কাজের অনেক দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। তিনি ২০০৬ সালে ক্রাউন প্রিন্স হন। ওই বছরই শেখ সাবাহ আমির হন।

আরও পড়ুন: বাবরি মসজিদ ধ্বংসের রায়: বেকসুর খালাস পেলেন সকল অভিযুক্ত

পারস্য উপসাগরীয় আরব রাষ্ট্র কুয়েতের সংবিধান অনুযায়ী আমিরের মৃত্যুর পর উত্তরাধিকারী হিসেবে যুবরাজ সরাসরি আমির হন। পার্লামেন্টে শপথ গ্রহণের পর তিনি আনুষ্ঠানিকভাবে দেশের ক্ষমতায় অধিষ্ঠিত হন।

ইত্তেফাক/আরআই