শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

'চীনে ধর্মীয় স্বাধীনতা নেই’

আপডেট : ০১ অক্টোবর ২০২০, ১১:৪১

চীনের মানুষের ধর্মীয় স্বাধীনতা নেই বলে অভিযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। বুধবার ভ্যাটিকানের হোলি সিতে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে চীনের শাসকদলকে তীব্র আক্রমণ করেন মাইক পম্পেও।

   তিনি বলেন, চীনে মানুষের ধর্মীয় স্বাধীনতা যেভাবে কেড়ে নেওয়া হয় তা বিশ্বের আর কোথাও হয় না। চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে ধর্মীয় স্বাধীনতার আলোকে যেভাবে নেভানোর চেষ্টা চলে তা একথায় ভয়ানক।

খ্রিস্টান ধর্মে বিশ্বাসী পম্পেও নিজেকে ধর্মীয় অধিকার রক্ষার একজন সৈনিক দাবি করে বলেন,চীনের উইঘুর মুসলিম-সহ সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের উপরেই অত্যাচার চালানো হয়। শুধু তাই নয়, চীনের কমিউনিস্ট পার্টির দমন নীতির ফলে সেখানে বসবাসকারী সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের জীবনই দুর্বিষহ হয়ে উঠেছে। 

 আগামী সপ্তাহেই এশিয়া সফরে আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। জাপান ও দক্ষিণ কোরিয়ার পাশাপাশি মঙ্গোলিয়াও যাওয়ার কথা রয়েছে তার। চীন ও উত্তর কোরিয়া নিয়ে আলোচনা করার জন্যই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এই সফর করবেন বলে জানা গেছে।

ইত্তেফাক/ এআর