শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বুরকিনা ফাসোয় জিহাদিদের হামলায় নিহত ১২

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ১১:৩৪

বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে বৃহস্পতিবার জিহাদিদের এক হামলায় ১২ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। জঙ্গি সহিংসতা দমনে দেশটির লড়াই চালিয়ে যাওয়ার প্রেক্ষাপটেই এ হামলা চালানো হয়। শুক্রবার কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।

পশ্চিম আফ্রিকার এ দেশ গত বছরের শেষের দিকে অনেক প্রদেশে জরুরি অবস্থা জারি এবং বৃহস্পতিবার দেশটির সেনা প্রধানকে বরখাস্ত করে।

শুক্রবার রাতে নিরাপত্তা মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতে বলা হয়, সর্বশেষ সহিংসতায় বন্দুকধারীরা দিনের বেলায় গ্রামের একটি বাজারে হামলা চালায়।

এতে বলা হয়, 'সশস্ত্র প্রায় ৩০ ব্যক্তি গাসেলিকি গ্রামে সন্ত্রাসী হামলা চালায়। এতে ১২ জন নিহত ও দু’জন আহত হয়।'

বিবৃতিতে আরো বলা হয়, এ সময় একটি গাড়ি ও ছয়টি দোকান জ্বালিয়ে দেয়া হয়।

আরো পড়ুন: ভারতীয় দলের সমর্থকদের করা হল খাঁচাবন্দী! 

স্থানীয় এক সূত্র এএফপি’কে বলেছে, হামলাকারীরা বিভিন্ন দোকানে লুটপাট চালায় এবং সাপ্তাহিক এ বাজারে আসা লোকজনের ওপর গুলিবর্ষণ করে।

উল্লেখ্য, ২০১৫ সালে বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে জিহাদিরা হামলা শুরু করে। পরে তাদের এ হামলা টোগো ও বেনিন সীমান্তবর্তী পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়ে।

ইত্তেফাক/এসআর