বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘চিকিৎসা পাচ্ছেন না’ গুরুতর অসুস্থ নওয়াজ শরিফ

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ১৭:৫১

শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের। তা সত্বেও তার চিকিৎসকদের জেলে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন নওয়াজের মেয়ে মরিয়ম। খবর পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের।

সাত বছরের কারাদণ্ড পেয়ে লাহোরের কোট লোকপাট জেলে রয়েছেন নওয়াজ শরিফ। জানা গেছে, গত কয়েকদিন ধরে তাঁর হাতে একটা অসহ্য যন্ত্রণা শুরু হয়েছে। এটির হৃদযন্ত্রে সমস্যার লক্ষণ বলে মনে করছেন ব্যক্তিগত চিকিৎসকরা।

টুইটারে মরিয়ম নওয়াজ অভিযোগ করেন, হৃদরোগ বিশেষজ্ঞরা জেলে যাওয়ার অনুমতি চেয়েছিলেন কিন্তু তাঁদের ঢুকতে দেওয়া হয়নি। নওয়াজ শরিফের সঠিক চিকিৎসা করা দরকার বলে মন্তব্য করেন তিনি।

তবে জেল কর্তৃপক্ষের পক্ষ থেকে দাবি করা হয়েছে, চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ করেছেন এবং তিনি সুস্থই আছেন।

বছর তিনেক আগে লন্ডনে শরিফের ওপেন হার্ট সার্জারি হয়েছিল।

পাঞ্জাবের কারা মহাপরিদর্শক মির্জা শহিদ সালিম বেগ বলেন, নওয়াজ হচ্ছেন একজন উচ্চমর্যাদাসম্পন্ন কারাবন্দি। আমরা তার ব্যাপারে কোনো ঝুঁকি নিতে পারি না।

আরও পড়ুনঃ অহনাকে আহত করা সেই ট্রাকচালক ও হেল্পার গ্রেফতার

ইত্তেফাক/টিএস