শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

যুদ্ধবিরতির মধ্যেই নাগরনো-কারাবাখে গোলাবর্ষণ

আপডেট : ১১ অক্টোবর ২০২০, ১১:০০

আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা পরই বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলে নতুন করে গোলাবর্ষণ করা হয়েছে।  শনিবার সন্ধ্যায়  নাগোরনো-কারাবাখ অঞ্চলের রাজধানী স্টেপেনকোর্টে কয়েক দফা বিস্ফোরণ হয়েছে। প্রত্যক্ষদর্শী এবং আর্মেনিয়ার সংবাদমাধ্যমের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

নাগোরনো-কারাবাখ অঞ্চলে দুই সপ্তাহ যুদ্ধের পর মস্কোতে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আজারবাইজান এবং আর্মেনিয়া। এই যুদ্ধে ইতোমধ্যেই তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন।  

 আর্মেনীয় অধ্যুষিত নাগোরনো-কারাবাখ নিয়ে আজ়ারবাইজান ও আর্মেনিয়ার বিবাদ দীর্ঘদিনের। গত ২৭ সেপ্টেম্বর এই অঞ্চলে নতুন আবারো যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে ইতোধ্যে তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন হাজার হাজার মানুষ। এর আগে ১৯৯৪ সালে অস্ত্রবিরতির আগে আজ়ারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার যুদ্ধে প্রায় ৩০ হাজার মানুষের প্রাণহানি ঘটে। ওই লড়াইয়ের পর থেকে নাগোরনো-কারাবাখ অঞ্চল আর্মেনিয়ার মদতে দখল করে নেয় আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা। ২০১৬ সালেও ওই এলাকায় সংঘর্ষে ১১০ জন নিহত হয়েছিলেন।

ইত্তেফাক/এআর