বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চীনে কয়লা খনি ধসে নিহত ২১

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ১২:৪২

চীনে একটি কয়লা খনির ছাদ ধসে ২১ জন কর্মী নিহত হয়েছেন। দেশটির উত্তরপশ্চিম শানশি প্রদেশে শনিবার ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম পিপলস ডেইলি রবিবার এক খবরে এই তথ্য জানায়। খবর রয়টার্সের।  

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দেশটির শেনমু শহরের বাইজি মাইনিং কোম্পানি লিমিটেডের লিজিয়াগৌ খনিতে স্থানীয় সময় সাড়ে ৪ টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় খনিতে ৮৭ জন কর্মী ছিলেন। এদের মধ্যে ২১ জন নিহত হন। ৬৬ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।  

আরো পড়ুন: সুদানে সরকারবিরোধী আন্দোলনে নিহত ১৯ 

রয়টার্স জানায়, চলতি বছরে এ পর্যন্ত চীনের কয়লা খনিগুলোতে ঘটা দূর্ঘটনার মধ্যে এটিই সবচেয়ে প্রাণঘাতী। দেশটিতে কয়লা খনিতে নিরাপত্তার দুর্বল ব্যবস্থাপনার কারণে এসব দুর্ঘটনার কারণ বলে জানানো হয়েছে।  

ইত্তেফাক/এসআর