শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পাকিস্তানে একাধিক জঙ্গি হামলা, ১৪ সেনাসহ নিহত ২০

আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ১৩:১৯

পাকিস্তানে একাধিক জঙ্গি হামলায় ১৪ জন সেনা সদস্যসহ কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। বুধ এবং বৃহস্পতিবার এই জঙ্গি হামলা চালানো হয় বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদপত্র দ্য ডন। 

 ডনের প্রতিবেদনে বলা হয়,  বৃহস্পতিবার পাকিস্তানের গদার জেলার ওরমারায় কোস্টাল হাইওয়ের ওপর তেল সংস্থার কর্মকর্তাদের নিয়ে যাওয়া একটি গাড়িবহর লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা৷ এই হামলায়   সাতজন সেনা সদস্য এবং  সাতজন প্রাইভেট সিকিউরিটি গার্ড সদস্য নিহত হয়েছেন/

পাক সরকারের পক্ষ   দাবি করা হয়েছে, জঙ্গিদের যথাযথ জবাব দেয় নিরাপত্তা রক্ষীরা৷ তাদের তৎপরতাতেই তেল সংস্থার কর্মীদের নিরাপদে এলাকা থেকে বের করে নিয়ে যাওয়া হয়৷ নিরাপত্তা বাহিনীর পাল্টা জবাবে অনেক জঙ্গিও প্রাণ হারিয়েছে বলে দাবি করা হয়েছে৷

পাক সরকারের বিবৃতিতে দাবি করা হয়েছে দেশের শান্তি, স্থিতাবস্থা এবং বালোচিস্তানে যে অর্থনৈতিক উন্নতি চলছে তা নষ্ট করতেই এই হামলা চালানো হয়েছে৷ পাক প্রধানমন্ত্রী ইমরান খান শহিদ সেনাকর্মী এবং নিহত নিরাপত্তারক্ষীদের উদ্দেশে শোকজ্ঞাপন করেছেন৷ নিহতদের পরিবারকেও সমবেদনা জানিয়েছেন তিনি৷ ঘটনার রিপোর্ট তলব করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। 

  এর আগে বুধবার উত্তর ওয়াজিরিস্তানের আদিবাসী অধ্যুষিত জেলায় আইইডি বিস্ফোরণে ৬ সেনা সদস্য প্রাণ হারান। ঐ দিন স্থানীয় সময় সন্ধ্যায় পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের সেনা বহর লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা৷ এর ফলে  ছ'জন সেনা সদস্য প্রাণ হারিয়েছেন৷ আরও এক সেনা জওয়ান গুরুতর আহত হন৷ নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক ই তালিবান এই হামলার দায় স্বীকার করেছে৷

ইত্তেফাক/এআর