বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শিক্ষককে গলা কেটে হত্যা 'ইসলামপন্থী সন্ত্রাসীদের হামলা' : ম্যাক্রোঁ

আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ০৯:০২

ফ্রান্সে এক শিক্ষককে গলা কেটে হত্যা করার একটি ঘটনাকে 'ইসলামপন্থী সন্ত্রাসী হামলা' বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। দেশটির রাজধানী প্যারিসের উত্তর-পশ্চিমের শহরতলীতে শুক্রবারের এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশের গুলিতে নিহত হয় হামলাকারী। 

 জানা গেছে, ফ্রান্সের উত্তর-পশ্চিম প্যারিসের সান্ত-অনোরিন নামক স্কুলের শ্রেণিকক্ষে মহানবী হযরত মুহাম্মদ (স: ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন ও সেটা নিয়ে আলোচনা করার কারণে ইতিহাসের শিক্ষককে গলাকেটে হত্যা করা হয়েছে।

   এই ঘটনায় তদন্ত করছে ফ্রান্সের  পুলিশ বিভাগ। ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল  ম্যাক্রোঁ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

   ম্যাক্রোঁ বলেছেন, ঐ শিক্ষককে হত্যা করা হয়েছে কারণ তিনি 'মত প্রকাশের স্বাধীনতা'র শিক্ষা দিচ্ছিলেন।

ইত্তেফাক/এআর