বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনা: ফ্রান্সের নয় শহরে কারফিউ জারি

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ০৩:১৪

ইউরোপের মধ্যে সর্বশেষ ফ্রান্স করোনা মোকাবেলায় কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে দেশটির সরকার। ফ্রান্সের রাজধানী প্যারিসসহ আরও আট শহরে কারফিউ জারি করা হয়েছে। শনিবার থেকে আগামী ছয় সপ্তাহ পর্যন্ত এ কারফিউ পালনের নির্দেশ দেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন।

ফরাসি প্রেসিডেন্ট জানান, স্থানীয় সময় রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত শাটডাউন থাকবে দেশটির ওই শহরগুলো। ফ্রান্স কর্তৃপক্ষ আরও জানায়, রাজধানী প্যারিস ছাড়াও মারসেইলে, লিওন, লিলে, সেইন্ট এটিয়েন্নে, রুয়েন, তুলুসে, গ্রেনোবেল এবং মন্টপেলিয়ারে জারি থাকবে এ কারফিউ।

ইমানুয়েল ম্যাক্রন জানান, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আমাদের পদক্ষেপ নিতে হবে। ভাইরাসটির বিস্তারে ঠেকাতে হবে।

আরও পড়ুন: পাকিস্তানের স্কুলে হিন্দু ও ইহুদিদের ঘৃণা করতে শেখানো হচ্ছে, অভিযোগ জাতিসংঘে!

এদিকে, জার্মানিতে বার এবং রেস্টুরেন্টের মতো উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলো আগেই বন্ধ করে দিতে হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। বিবিসি।

ইত্তেফাক/আরআই