শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনার দ্বিতীয় ঢেউ: ব্রিটেনে একদিনে ১৬ হাজারের বেশি রোগী শনাক্ত

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ০৩:৫৮

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে ইউরোপের দেশগুলোতে। এর মধ্যে ব্রিটেনে একদিনে ১৬ হাজার ১৭১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

শনিবার ব্রিটিশ সরকারের দেওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় এটিই আক্রান্তের নতুন রেকর্ড। এর আগের দিনেও করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৫ হাজার ৬৫০ জন।

ওই তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১৩৬ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। যদিও গত ২৮ দিনে করোনায় মৃতের সংখ্যা ছিল ১৫০ জন।

রয়টার্স জানিয়েছে, যুক্তরাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা এই সপ্তাহেই বেড়েছে। ফলে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনসহ অন্যান্য স্থানীয় নেতাদের করোনার বিধি নিষেধ আরও কঠোর করেতে বাধ্য করবে।

আরও পড়ুন: করোনা: ফ্রান্সের নয় শহরে কারফিউ জারি

এদিকে ফ্রান্সের রাজধানী প্যারিসসহ আরও আট শহরে কারফিউ জারি করা হয়েছে। শনিবার থেকে আগামী ছয় সপ্তাহ পর্যন্ত এ কারফিউ পালনের নির্দেশ দেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। স্থানীয় সময় রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত শাটডাউন থাকবে দেশটির রাজধানী প্যারিস ছাড়াও আটটি শহর।

ইত্তেফাক/আরআই