শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনা মোকাবিলায় ভারতের চেয়ে এগিয়ে পাকিস্তান :রাহুল

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ০৪:০৮

থালা বাজিয়ে আর প্রদীপ জ্বালিয়ে ‘করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলা’র সরকারি উদ্যোগের সমালোচনায় আগেও সরব হয়েছেন তিনি। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবার অভিযোগ করলেন, কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে পাকিস্তান ও আফগানিস্তানও ছাপিয়ে গেছে ভারতকে। খবর আনন্দবাজার পত্রিকার ।

রাহুলের শুক্রবারের এই মন্তব্যের ভিত্তি, বিশ্ব অর্থ ভান্ডারের (আইএমএফ) সাম্প্রতিক রিপোর্ট। তাতে পূর্বাভাস দেওয়া হয়েছে, করোনা পরিস্থিতির কারণে ধস নামতে চলেছে ভারতীয় অর্থনীতিতে। মাথাপিছু জাতীয় উত্পাদনে বাংলাদেশও ভারতকে ছাপিয়ে যাবে বলে জানানো হয়েছে ঐ রিপোর্টে। টুইটারে রাহুল আইএমএফ রিপোর্টের চার্টটিকে ট্যাগ করেছেন। লিখেছেন, ‘বিজেপি সরকারের আরেকটি সাফল্য। এমনকি পাকিস্তান আর আফগানিস্তানও ভারতের চেয়ে ভালোভাবে কোভিড পরিস্থিতির মোকাবিলা করেছে।’

মঙ্গলবার আইএমএফ প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ (ডব্লিউইও) রিপোর্টে জানানো হয়, করোনা পরিস্থিতির অভিঘাতে ভারতে জিডিপির হার কমতে পারে ১০ দশমিক ৩ শতাংশ পর্যন্ত। জুন মাসে আইএমএফ জানিয়েছিল, ভারতের জিডিপি ৪ দশমিক ৫ শতাংশ কমতে পারে। এর মাস চারেকের মাথায় আন্তর্জাতিক সংস্থাটির রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, চলতি অর্থবছরে (যা ২০২১ সালের মার্চে শেষ হচ্ছে) ভারতের মাথাপিছু জাতীয় উত্পাদন দাঁড়াবে ১ হাজার ৮৭৭ ডলার, অর্থাত্ ভারতীয় মুদ্রায় ১ লাখ ৩৭ হাজার টাকার কিছু বেশি। সেখানে বাংলাদেশের মাথাপিছু জাতীয় উত্পাদন হবে ১ হাজার ৮৮৮ ডলার, অর্থাত্ ভারতীয় মুদ্রায় ১ লাখ ৩৮ হাজার টাকা।

আরও পড়ুন: করোনার দ্বিতীয় ঢেউ: ব্রিটেনে একদিনে ১৬ হাজারের বেশি রোগী শনাক্ত

আইএমএফের রিপোর্ট বলছে, চিন দূরে থাক, মিয়ানমার, শ্রীলঙ্কা, নেপাল, ভুটানও কোভিড পরিস্থিতির আর্থিক ধাক্কা ভারতের চেয়ে ভালোভাবে সামলেছে। পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশও এ ক্ষেত্রে নরেন্দ্র মোদির সরকারকে পেছনে ফেলেছে। প্রাক্তন কংগ্রেস সভাপতির মতে, ‘এটাই ছয় বছরের বিদ্বেষমূলক জাতীয়তাবাদের প্রাপ্তি’।

ইত্তেফাক/আরআই