শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

৭০ বছর পর যুক্তরাষ্ট্রে নারীর মৃত্যুদণ্ডাদেশ

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ১২:২৮

প্রায় ৭০ বছর পর এক নারী আসামির মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির বিচার বিভাগ এই তথ্য জানিয়েছে।  

লিসা মন্টাগোমেরি নামে ওই আসামি মিসৌরিতে ২০০৪ সালে এক গর্ভবতীকে নারীকে হত্যা এবং অনাগত শিশুকে চুরির অভিযোগে অভিযুক্ত। 

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযুক্ত ওই নারীকে আগামী ৮ ডিসেম্বরে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমের  মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হবে। 

অভিযুক্ত এই আসামির আইনজীবী আদালতে দাবি করেন, তার মক্কেল শিশুকালে নির্যাতনের শিকার হওয়ায় মস্তিষ্ক ক্ষতিগ্রস্থ হয়েছে, সেইসঙ্গে সাইকোসিস এবং অন্যান্য মানসিক সমস্যায় ভুগছে। 

মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার মন্টাগোমেরির অপরাধকে 'জঘন্য হত্যা' বলে উল্লেখ করেছেন। 

এর আগে ১৯৫৩ সালের ডিসেম্বরে বনি ব্রাউন হেডি নামে নারী আসামিকে শিশু হত্যার দায়ে মার্কিন আদালত মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করে । বিবিসি, গার্ডিয়ান

ইত্তেফাক/এসআর