শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভিয়েতনামে সেনা ব্যারাকে ভূমিধসে নিহত ৫, নিখোঁজ ১৭

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ১৪:২২

ভিয়েতনামের মধ্যাঞ্চলে রোববার বড় ধরনের ভূমিধসে পাঁচ সৈন্য প্রাণ হারিয়েছে। এছাড়া এতে নিখোঁজ ১৭ জনের সন্ধানে জোর তৎপরতা চলছে।

এদিকে দেশটি কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা মোকাবেলা করছে।

ভিয়েতনামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, ওই অঞ্চলে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে প্রবল বৃষ্টিতে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। এতে অন্তত ৬৪ জন মারা গেছে ।

প্রতিবেদনে বলা হয়েছে, কোয়াং ট্রি প্রদেশের একটি সেনা ব্যারাকে ভূমিধস হয়। এতে ২২ সৈন্য চাপা পড়ে।

স্থানীয় কর্মকর্তা হা নাগক দুয়ং’র উদ্ধৃতি দিয়ে ভিএন এক্সপ্রেস নিউজ সাইটে বলা হয়েছে, মধ্যরাতের পর থেকে চার কি পাঁচটি ভূমিধস হয়। এ সময় বোমা বিস্ফোরণের মতো শব্দ হয় এবং মনে হচিছল পুরো পর্বত ধসে পড়ে যাচ্ছে।  

সরকারি সংবাদ মাধ্যম পাঁচ সৈন্যের মৃতদেহ উদ্ধারের কথা জানিয়েছে। 

এদিকে এর কয়েকদিন আগে ভূমিধসের কবলে পড়া একটি জলবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের রক্ষা করতে গিয়ে উদ্ধারকারী দলের ১৩ সদস্য প্রাণ হারায়।

উল্লেখ্য, দুর্যোগপ্রবণ ভিয়েতনামে প্রতিবছরই প্রাকৃতিক দুর্যোগে অনেক লোক প্রাণ হারায়। গত বছর ১৩০ জনেরও বেশি লোক হয় মারা গেছে, না হয় নিখোঁজ হয়েছে। দেশটির পরিসংখ্যান বিভাগ থেকে এ তথ্য জানা যায়।

ইত্তেফাক/এসআর