শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাতের কারফিউতে ফ্রান্সের রাস্তা জনশূন্য

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ০৭:০০

করোনা ভাইরাসের বিস্তার রোধে প্যারিসহ আরো নয়টি শহরে কারফিউ জারি করেছে ফরাসি সরকার। কিন্তু রাতের এই কারফিউতে জনশূন্য হয়ে পড়েছে ফ্রান্সের রাস্তা। এতে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়বেন বলে তারা অসন্তোষ প্রকাশ করেছেন। কেবল ফ্রান্সই নয়, করোনার বিস্তার বাড়ায় ইতালিও আবার বিধিনিষেধ জারির সিদ্ধান্ত নিয়েছে। খবর বিবিসির।

রাশিয়া, পোলান্ড ও পর্তুগালের সরকারও জানিয়েছে, তারা ভাইরাস ঠেকাতে বিধিনিষেধ জারি করবে। ইউরোপে এখন ভাইরাসটির দ্বিতীয় ঢেউ চললে বলে জানা গেছে। রেস্টুরেন্ট ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, দুই মাসের লকডাউনে তারা এমনিতেই বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন। এরপর আবার কারফিউ দেওয়ায় ব্যবসা বন্ধ করার হুমকিতে পড়েছেন ব্যবসায়ীরা। অনেক কর্মচারী চাকরিচ্যুতির মুখে পড়বেন বলেও রেস্টুরেন্ট মালিকরা জানিয়েছেন।

ইত্তেফাক/জেডএইচডি