শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সৌদির শীর্ষ ধর্মীয় পরিষদ ও সুপ্রিম কোর্টে রদবদল

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ১৬:১৫

সৌদি আরবের রাজতন্ত্রের উপদেষ্টা পরিষদ শুরা কাউন্সিল, সুপ্রিম কোর্ট এবং সর্বোচ্চ ধর্মীয় সংস্থা পুনর্গঠনের জন্য একাধিক আদেশ জারি করেছেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।  

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে, আদেশে শূরা কাউন্সিলের জন্য একজন নতুন স্পিকার এবং দুজন ডেপুটি স্পিকার নিয়োগ করা হয়েছে। ডেপুটি স্পিকারের মধ্যে একজন নারী রয়েছেন।

সৌদি আরবের প্রভাবশালী এই পরিষদের বর্তমান সদস্যদের মেয়াদ আগামী সপ্তাহে শেষ হওয়ার কথা ছিল।  তার আগেই বাদশাহ পরিবর্তন আনলেন।

কাউন্সিল অব সিনিয়র স্কলারসে সংস্কার এনে গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আল শেখের নেতৃত্বে সিনিয়র পণ্ডিতদের নিয়োগের আদেশ দেন বাদশাহ।  

এদিকে সুপ্রিম কোর্টের প্রধান হিসেবে খালেদ বিন আবদুল্লাহ আল লুহাইদানকে নিয়োগের আদেশ দিয়েছেন বাদশাহ সালমান। 

এছাড়া রাজকীয় আদালত বা রয়্যাল কোর্টের সিনিয়র উপদেষ্টা হিসেবে গাইহাব মোহাম্মদ আল-গাইহাবকে দায়িত্ব দেওয়া হয়েছে।  খবর: রয়টার্স

ইত্তেফাক/জেডএইচ