শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আর্জেন্টিনায় শনাক্ত করোনা রোগীর সংখ্যা ১০ লাখ ছাড়ালো

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ০৯:৩১

দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায় শনাক্ত করোনা রোগীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। গত একদিনে দেশটিতে নতুন করে ১২ হাজার ৯৮২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। আর্জেন্টিনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্থানীয় সময় সোমবার এমনটি জানানো হয়েছে। 

আর্জেন্টিনা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে গত একদিনে করোনায় মারা গেছেন ৪৫১ জন। আর্জেন্টিনায় এ পর্যন্ত ১০ লাখ ২ হাজার ৬৬২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ২৬ হাজার ৭১৬ জন। 

আর্জেন্টিনার জনসংখ্যা সাড়ে চার কোটি। সেই দিক দিয়ে বিশ্বের সবচেয়ে ছোট জাতি হিসেবে প্রথম ১০ লাখ করোনা রোগী শনাক্তের মাইলফলক স্পর্শ করলো দেশটি । সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের দিক দিয়ে আর্জেন্টিনার আগে রয়েছে রাশিয়া, ব্রাজিল, ভারত এবং যুক্তরাষ্ট্র। আর এই সবগুলো দেশেই আর্জেন্টিনার চেয়ে জনসংখ্যা অনেক বেশি। 

ইত্তেফাক/এআর