বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাবে রাশিয়া!

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ১৯:৪৫

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপ রাষ্ট্রদূত দিমিত্রি পোলিয়ানস্কি বলেছেন, আমরা ইরানের সঙ্গে বাণিজ্য করছি এবং এই বাণিজ্য অব্যাহত থাকবে। 

ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখার দায়ে চীনের কয়েকটি কোম্পানির বিরুদ্ধে মার্কিন সরকারের নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া জানিয়ে সোমবার এক টুইট বার্তায় দিমিত্রি পোলিয়ানস্কি এসব কথা জানান। তিনি বলেন, এই ধরনের নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রাখবে।

টুইট বার্তায় তিনি লিখেছেন, আবারো আমেরিকা ভুল করছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বাদ দিয়ে আমেরিকা নিজে সারাবিশ্বে পুলিশের ভূমিকা পালন করছে। যা মোটেই কাম্য নয়।

তিনি বলেন, কোনোভাবেই আমেরিকার উপর নির্ভর করে কোন সিদ্ধান্ত নেবে না তার দেশ।

আরও পড়ুন: ফাউসির উপদেশ শুনলে করোনায় মারা যেত ৫ লাখ: ট্রাম্প

উল্লেখ্য, ইরানের শিপিং লাইনের সঙ্গে সম্পর্ক রাখার জন্য চীনের দুই ব্যক্তি এবং ছয়টি প্রতিষ্ঠানকে আমেরিকা কালো তালিকাভুক্ত করার পর রাশিয়া এমন প্রতিক্রিয়া জানিয়েছে। পার্সটুডে।

ইত্তেফাক/আরআই