বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বন্দুক যুদ্ধে কাশ্মীরের ৪ সশস্ত্র বিদ্রোহী নিহত

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ২১:০৬

ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে কাশ্মীরের ৪ সশস্ত্র বিদ্রোহী নিহত হয়েছে। সূত্রের খবরের ওপর ভিত্তি করেই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, মঙ্গলবার ভারতীয় যৌথ বাহিনীর অভিযানে কাশ্মীরের পুলওয়ামাতে ২ জন নিহত হয়। এর একদিন আগে সোমবার মেলহুরাতে ২ জন নিহত হয়।

ভারতীয় পুলিশ জানায়, অভিযান‍গুলো চালিয়েছে পুলিশ, সিআরপিএফ এবং সেনাদের যৌথ বাহিনী। অভিযানের সময় তাদের উপস্থিতি বুঝতে পেরেই গুলি ছুঁড়তে শুরু করে বিদ্রোহীরা। পাল্টা গুলি করলে তাদের মৃত্যু হয়।

আরও পড়ুন: মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাবে রাশিয়া!

পুলিশ আরও জানায়, ঘটনাস্থল থেকে স্বয়ংক্রিয় এসল্ট রাইফেল এবং পিস্তল উদ্ধার করা হয়েছে। তবে নিহত বিদ্রোহীরা কোন জঙ্গি সংগঠনের সদস্য তা নিশ্চিত হওয়া যায়নি।

ইত্তেফাক/আরআই