বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

৬০ ডলারে করোনার ভ্যাকসিন দিতে পারবেন চীনের বাসিন্দারা

আপডেট : ২১ অক্টোবর ২০২০, ১৪:৪৩

চীনের ঝিজিয়াং প্রদেশের শাওজিং শহরের বাসিন্দাদের ওপর পরীক্ষামূলকভাবে ভ্যাকসিন প্রয়োগ করা হবে।  শহরটির স্বাস্থ্য কমিশনের পক্ষ থেকে মঙ্গলবার এমনটি জানানো হয়। তবে কোন ভ্যাকসিন প্রয়োগ করা হবে এবং কখন থেকে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে সেই বিষয়ে বিস্তারিতভাবে কিছু বলা হয়নি। 

জানা গেছে, গত জুলাই থেকে  জরুরি ভিত্তিতে (ইমার্জেন্সি ইউজ) ব্যবহারের জন্য  ভ্যাকসিন ব্যবহার করা হচ্ছে চীনে। তবে এতদিন অগ্রাধিকারের ভিত্তিতে করোনার ঝুঁকিতে থাকা মানুষদেরর ওপর চীনে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে বলে জানা গেছে। এবার করোনার কম ঝুঁকিতে থাকার বাসিন্দাদের ওপর চীনের ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে।

 শাওজিং শহরের স্বাস্থ্য কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে ১৮ থেকে ৫৯ বছর বয়সীরা ভ্যাকসিন নেওয়ার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। ভ্যাকসিনটি দুটি ডোজ নিতে হবে। আর এ জন্য খরচ করতে হবে ৬০ ডলার বা পাঁচ হাজার টাকা। 
 
তবে এই ভ্যাকসিনের খরচ শহর চীন সরকার দেবে কিনা সেই বিষয়ে শাওজিং শহরের কর্তৃপক্ষ কিছু জানায়নি।  

ইত্তেফাক/এআর