শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আফগানিস্তানে তালেবান হামলায় ২৫ সেনা নিহত  

আপডেট : ২১ অক্টোবর ২০২০, ২১:০৭

আফগানিস্তানে আকস্মিকভাবে হামলায় চালিয়েছে তালেবান গোষ্ঠী। বুধবার দেশটির তাখার প্রদেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকার ওই হামলায় অন্তত ২৫ সেনা নিহত হয়েছে। 

আফগানিস্তানের প্রাদেশিক গভর্নরের মুখপাত্র জাওয়াদ হেজরি জানান, নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবানের এখনো সংঘর্ষ চলছে। সংঘর্ষে তালেবান গেরিলারাও ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরা একটি অভিযানে যাচ্ছিল, পথেই তারা তালেবানের হামলার মুখে পড়ে।

তাখার জনস্বাস্থ্য বিভাগের পরিচালক আব্দুল কায়ুম কানি হামলার কথা নিশ্চিত জানান, তালেবানের হামলায় নিরাপত্তা বাহিনীর ৩৪ সদস্য নিহত হয়েছেন। এরমধ্যে প্রাদেশিক পুলিশের উপপ্রধানও রয়েছেন।

আরও পড়ুন: থাইল্যান্ডের বিজয় স্মৃতিস্তম্ভে জড়ো হয়েছে হাজারও বিক্ষোভকারী
 
পার্সটুডের খবরে বলা হয়, আফগানিস্তানের যখন শান্তি প্রতিষ্ঠার জন্য তালেবান ও সরকারি প্রতিনিধিদলের মধ্যে আলোচনা চলছে তখন গত কয়েকদিন ধরে সহিংসতা বেড়েছে।

ইত্তেফাক/আরআই