বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনা চিকিৎসা: প্রথম ওষুধ হিসেবে রেমডেসিভিরকে পূর্ণ অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ১১:৩৭

হাসপাতালে থাকা করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রথম ওষুধ হিসেবে রেমডেসভিরকে পূর্ণ অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের দ্য  ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) পক্ষ থেকে এমনটি জানানো হয়। 

একটি বিবৃতিতে এফডিএ'র পক্ষ থেকে বলা হয়, ভেকলুরি( রেমডেসিভির ওষুধের ব্রান্ড নাম) প্রথম ওষুধ যেটিকে করোনার চিকিৎসার জন্য অনুমোদন দেওয়া হলো। 

এর আগে গত মে মাসে যুক্তরাষ্ট্রে করোনা চিকিৎসার জরুরি প্রয়োজনে রেমডেসিভির ওষুধ ব্যবহারের অনুমোদন দেয় ।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয় যে , করোনা রোগীদের ওপর রেমডেসিভির তেমন কোনো প্রভাব ফেলতে পারে না। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ছিলেন তখন তার চিকিৎসায় এই এন্টিভাইরাল ওষুধটির ব্যবহার করা হয়। বর্তমানে করোনামুক্ত আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

ইত্তেফাক/এআর