শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করলে মূল্য চুকাতে হবে: বাইডেন 

আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ০৯:৫০

মার্কিন  ডেমোক্রেট  দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে তিনি যদি নির্বাচিত হন তাহলে মার্কিন নির্বাচনে হস্তক্ষেপকারী দেশকে মূল্য চুকাতে হবে। মার্কিন নির্বাচনের আগে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে শেষ প্রেসিডেন্সিয়াল  বিতর্কে বাইডেন এই হুঁশিয়ারি দেন।

বাইডেন বলেন, আমি স্পষ্ট করে বলছি যে কোনো দেশ সেটি যেই  হোক  যদি মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করে তাহলে তাদের মূল্য চুকাতে হবে। 

এর একদিন আগে অর্থাৎ বুধবার মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই'র পক্ষ থেকে সতর্ক করে জানানো হয়েছে যে ইরান এবং রাশিয়া মার্কিন ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।  

ইত্তেফাক/এআর