মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চীনের ধুলো থেকে করোনা ছড়ানোর শঙ্কায় জনগণকে সতর্ক করলো উ. কোরিয়া

আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ১২:৩০

চীন থেকে উড়ে আসা হলুদ ধুলোতে থেকে ছড়াতে পারে করোনা। আর এই শঙ্কায় জনগণকে সতর্ক করে দিয়েছে উত্তর কোরিয়া। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়া সরকার চীনের হলুদ ধুলো নিয়ে সতর্ক বার্তা দেওয়ার পর রাজধানী পিয়ংইয়ংয়ের  রাস্তাগুলো বৃহস্পতিবার কার্যত জনশূণ্য ছিল ।

করোনা ঠেকাতে গত জানুয়ারি থেকে সীমান্ত বন্ধ করে দেয়াসহ কড়া সতর্কতা অবলম্বন করছে উত্তর কোরিয়া। তবে ধুলো এবং করোনার মধ্যে কোনো সংযোগ রয়েছে কিনা তা এখন জানা যায়নি।

শুধু উত্তর কোরিয়া নয় ধুলোর থেকে করোনা ছড়ানোর শঙ্কায়  মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তানেও জনগণকে  মাস্ক পরার  নির্দেশ দেওয়া হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।  

ইত্তেফাক/এআর