শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

'আজারবাইজান- আর্মেনিয়া যুদ্ধে প্রায় ৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে'

আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ১২:৪৭

বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে চলমান যুদ্ধে প্রায় পাঁচ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমনটি দাবি করেন।  
 
পুতিন বলেন, তিনি উভয় পক্ষের সঙ্গে একাধিকবার কথা বলেছেন এবং এই যুদ্ধে তিনি কোনো পক্ষকেই সমর্থন দেবেন না।

 যুদ্ধে আজারবাইজানকে সমর্থন দেওয়ায় তুরস্কের সমালোচনাও করেছেন পুতিন। পাশপাশি আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার চলমান সঙ্কট নিরসনে যুক্তরাষ্ট্রকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

আর্মেনীয় অধ্যুষিত নাগোরনো-কারাবাখ নিয়ে আজ়ারবাইজান ও আর্মেনিয়ার বিবাদ দীর্ঘদিনের। ১৯৯৪ সালে অস্ত্রবিরতির আগে আজ়ারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার যুদ্ধে প্রায় ৩০ হাজার মানুষের প্রাণহানি ঘটে। ওই লড়াইয়ের পর থেকে নাগোরনো-কারাবাখ অঞ্চল আর্মেনিয়ার মদতে দখল করে নেয় আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা। ২০১৬ সালেও ওই এলাকায় সংঘর্ষে ১১০ জন নিহত হয়েছিলেন। গত ২৭ সেপ্টেম্বর এই অঞ্চল নিয়ে নতুন করে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধ শুরু হয়। সম্প্রতি দেশ দুটি একাধিকবার  সাময়িক যুদ্ধ বিরতিতে রাজি হলেও বাস্তবে সেটি কার্যকর হয়নি।

ইত্তেফাক/এআর