বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আফগানিস্তানে শিক্ষা প্রতিষ্ঠানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ২৪

আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ১৩:২৯

আফগানিস্তানের রাজধানী কাবুলের  দাশত্-এ-বারচি এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠানে  আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৪  জন মারা গেছেন। শনিবারের এই হামলায়  আহতে হয়েছেন ৫৭ জন । আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। 

জানা গেছে,  বেসরকারি ঐ শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষায় নিয়োজিত থাকা শিক্ষার্থীদের জন্য কোর্স করানো হত।

আফগানিস্তানের  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সংবাদ সংস্থা এএফপি'কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, "একজন আত্মঘাতী বোমা হামলাকারী শিক্ষা প্রতিষ্ঠানটির ভেতরে ঢোকার চেষ্টা করেন।নিরাপত্তা রক্ষীরা ভেতরে ঢুকতে না দিলে তিনি সেখানে বোমা বিস্ফোরণ ঘটান।

স্থানীয় একজন বাসিন্দা আলী রেজা এএফপি'কে জানান আহত ও নিহত হওয়াদের মধ্যে সবাই শিক্ষার্থী, যারা ঐ প্রতিষ্ঠানে প্রবেশের জন্য অপেক্ষা করছিলেন।

নিজেদের সোশ্যাল মিডিয়া চ্যানেলে পোস্ট দিয়ে ইসলামিক স্টেট গ্রুপ এই হামলার দায় স্বীকার করলেও নিজেদের জড়িত থাকার কোনো প্রমাণ প্রদর্শন করেনি তারা। এর আগে তালেবান এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করে।

ইত্তেফাক/এআর