বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভিয়েতনামে টাইফুনের আঘাতে নিহত ২, নিখোঁজ ২৬ জন

আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ১৭:৫৬

বুধবার (২৮ অক্টোবর) মধ্য ভিয়েতনামে আঘাত হানে টাইফুন মোলাভ। এ টাইফুনে দু'জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া উত্তাল সাগরে নৌকাডুবে এখন পর্যন্ত নিখোঁজ ২৬ জন। ভয়াবহ টাইফুনের আশঙ্কায় ভিয়েতনামের মধ্যাঞ্চল থেকে প্রায় ৩ লাখ  ৭৫ হাজার বাসিন্দাকে নিরাপদ অবস্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে ভিয়েতনাম সরকার।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, কোয়াং এনগাই প্রদেশে ঝড় থেকে তাদের বাড়িঘর রক্ষা করতে গিয়ে কমপক্ষে দু'জন নিহত হয়েছেন। দক্ষিণ চীন সাগর হয়ে আসা টাইফুন মোলাভের আঘাত হানার শঙ্কায় শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে এবং স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ ঘোষণা করা হয়েছে।

ভিয়েতনাম রেড ক্রস সোসাইটির সভাপতি ন্যুগেইন থি জুয়ান থ বলেন `ভিয়েতনামের লোকেরা প্রতি বছরেই এইসব প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করছে। তবে এবারের টাইফুন খুব বড় আকার ধারণ করেছে। এখন পর্যন্ত কয়েক লাখ মানুষ ঘর ছাড়া হয়েছে।' 

ইত্তেফাক/এএইচপি/এসআই