শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ডিসেম্বর অথবা জানুয়ারিতে পাওয়া যেতে পারে করোনার ভ্যাকসিন: ফাউচি

আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ১২:৩৯

 মার্কিন শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি বলেছেন যে সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির শুরুর দিকে যুক্তরাষ্ট্রে কার্যকর করোনার ভ্যাকসিন পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার সামাজিক যোগাযাগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে লাইভ চ্যাটে এমনটি বলেন ফাউচি। 

মার্কিন কোম্পানি ফাইজার এবং মডার্নার সর্বশেষ প্রকাশিত তথ্য উল্লেখ করে লাইভ চ্যাটে ফাউচি বলেন, ডিসেম্বরের কোনো এক সময় আমরা জানতে পারবো যে আমরা নিরাপদ এবং কার্যকর ভ্যাকসিন পাবো কিনা।

মার্কিন  ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজার এবং মডার্না গত জুলাইতে তাদের উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের চূড়ান্ত ট্রায়াল শুরু করে। বৃহস্পতিবার মডার্নার পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী মাসে কোম্পানিটি চূড়ান্ত ট্রায়ালের ফল প্রকাশ করতে পারবে। এদিকে মার্কিন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজার জানিয়েছে যে  মার্কিন নির্বাচনের আগে তারা ভ্যাকসিন ট্রায়ালের ফল তথ্য প্রকাশ করতে পারবে না। যদিও এর আগে ফাইজারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে অক্টোবরের শেষ দিকেই প্রতিষ্ঠানটি টিকা পরীক্ষার ফল প্রকাশিত হতে পারে।

ইত্তেফাক/এআর