বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

তুরস্কে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত  

আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ২১:৩৬

তুরস্ক-গ্রিসে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আঘাত হেনেছে। গ্রিসের সরকারি টেলিভিশন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের কারণে ইজিয়ান সাগরের সামোস দ্বীপে 'ক্ষুদে-সুনামির' সৃষ্টি হয়েছে। এতে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ইজমিরের বিভিন্ন রাস্তা প্লাবিত হয়েছে। 

এদিকে এখন পর্যন্ত শক্তিশালী ভূমিকম্পে ৪ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী। সেইসঙ্গে এতে আহত হয়েছে ১২০ জন। 

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার বিকেলে তুরস্কের ইজিয়ান সাগরের উপকূলীয় এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এসময় ইজমির শহরের বাসিন্দারা আতঙ্কিত হয়ে বাড়ি ছেড়ে নিরাপদ স্থানের খোঁজে রাস্তায় নেমে আসে। 

শহরটির মেয়র সিএনএনকে জানান, অন্তত ২০ টি বিল্ডিং ভূমিকম্পে বিধ্বস্ত হয়ে গেছে।

এছাড়া তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী এক টুইট বার্তায় বলেন, বরনোভা এবং বেরাক্লি অঞ্চলেও ভূমিকম্পের আঘাতে বিল্ডিং বিধ্বস্ত হয়েছে। 

দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার অঙ্গীকার জানিয়েছেন। এনডিটিভি, সিএনএন 

ইত্তেফাক/এসআর