বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনা: নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রে রেকর্ড সংক্রমণ ও মৃত্যু   

আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ২২:৪৯

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন যখন আসন্ন তখন দেশটিতে করোনার সংক্রমণ ফের রেকর্ড হারে বাড়ছে। বৃহস্পতিবার দেশটিতে নতুন করে আরো ৯১ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে।  

একইদিনে দেশটিতে করোনায় এক হাজারের বেশি জনের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে হাসপাতালে করোনা রোগীর ভর্তি হওয়ার সংখ্যাও বাড়ছে। 

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী দেশটিতে এই মাসে তৃতীয়বারের মত করোনায় এক হাজারের বেশি মৃত্যু হয়েছে। 

জন্স হপকিনস ইউনিভার্সিটির তথ্যানুসারে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ লাখ ৫৫ হাজারের বেশি জন। মোট মৃত্যু হয়েছে দুই লাখ ২৮ হাজার ৮০৮ জন। 

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির ২১ টি রাজ্যে ফের করোনার প্রাদুর্ভাব বাড়ছে।  এদিকে উইসকনসিন রাজ্যে শুক্রবার ট্র্যাম্পের সমাবেশে ঘিরে করোনার সংক্রমণ ভয়াবহভাবে ছাড়াতে পারে বলে সতর্ক জারি করা হয়েছে। 

তবে ট্রাম্প এক টুইট বার্তায় জানিয়েছে, বেশি পরীক্ষা মানে বেশি শনাক্ত রোগী। আমাদের সেরা পরীক্ষা ব্যবস্থা।  

আগামী তিন নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। তবে ইতোমধ্যে দেশটিতে রেকর্ড সংখ্যক ভোটার আগাম ভোট দিয়েছেন। বিবিসি

ইত্তেফাক/এসআর